এম হুসাইন সাব্বির, ক্রাইম রিপোর্টার (খুলনা)
খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় প্রায়ই আড়াই বছর আগে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করেছে খানজাহান আলী থানা পুলিশ। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ,ওসি তদন্ত মোঃ কবির হোসেন, এসআই মোঃ সওকত আলী, এসআই সুমঙ্গল দাস সঙ্গীয় ফোর্স সহ ২২জুন শনিবার রাত ৯.০০টার দিকে মহেশ্বরপাশা রানার মাঠ এলাকার জাহাঙ্গীর হোসেনের পুত্র আবু বক্কার সিদ্দিক জয় (২১) ফুলবাড়ীগেট কপোতাক্ষ আবাসিক এলাকা থেকে হারুন ব্যাপারির পুত্র আলামিন(২৫)কে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি সহায়তায় ফুলবাড়ীগেট এলাকা থেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির দুইটি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত আলামিন একাধিক চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলার আসামী রাজিবের একান্ত সহযোগী বলে পুলিশ জানায়। ২০১৭ সালের মার্চ মাসে খানজাহান আলী থানার যোগিপোল এলাকার রাশিদা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তখন খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন, মামলা নং-১৫, তাং-২১/০৩/১৭ ইং।